পানি ব্যবস্থাপনা সংগঠন নিবন্ধন ও সেচ ব্যবস্থাপনাঃ
নিবিড় মনিটরিং ও দ্রুত সময়ে সেবা প্রদান নিশ্চিতকরনের লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)-এর একটি উদ্ভাবনী উদ্যোগ এই পানি ব্যবস্থাপনা সংগঠন নিবন্ধন ও সেচ ব্যবস্থাপনা পদ্ধতি। এই সিস্টেমের মাধ্যমে পানি ব্যবস্থাপনা সংগঠন নিবন্ধনের কার্যকলাপ দ্রুততম সময়ে সম্পন্ন হতে পারবে। কৃষক শুমারী, এডহক কমিটি গঠন, সাধারন সদস্য পদের জন্য আবেদন, সাধারন কমিটি গঠন, নির্বাচন কমিটি গঠন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ যেমন নির্বাচন তফসিল ঘোষনা, আবেদন, প্রতীক বরাদ্দ, ফলাফল ঘোষনা, পানি ব্যবস্থাপনা সংগঠন নিবন্ধন এই সকল কার্যকলাপ অনলাইনে দ্রুততম সময়ে সম্পন্ন হতে পারবে। এছাড়া সেচ ব্যবস্থাপনায় খাল বা পাম্প ভিত্তিক পানির লক্ষ্যমাত্রা, চাহিদা ও সরবরাহের রিপোর্ট পাওয়া যাবে। খালভিত্তিক সেচ সিডিউল প্রদানের ব্যবস্থা থাকবে। এছাড়া সকল তথ্য সংরক্ষিত থাকায় কাজের মূল্যায়ন করার সুযোগ সৃষ্টি হয়েছে।
উপকারভোগীর সেবাঃ
সাধারন সদস্য পদের জন্য নিবন্ধন
সংগঠনের সাধারন সদস্য পদের জন্য নিবন্ধনের ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় তথ্য মোবাইল নম্বর ও গোপন নম্বর দিয়ে নিবন্ধন করবেন।
এল এল পি বুকিং
মুহুরী প্রকল্প আওতাধীন ব্যাক্তিবর্গ যাহারা এল এল পি হইতে পানি গ্রহনের মাধম্যে সেচ প্রদান করেন তাহারা বাড়ি বসেই নিজের পছন্দমত সময়ে এল এল পি বুকিং করতে পারবেন।
অভিযোগ ব্যবস্থাপনা
প্রকল্পের আওতাভুক্ত কৃষকগণ তাদের মোবাইল নম্বরের মাধ্যমে স্ব-স্ব এলাকার অভিযোগ সংঘটনের ব্যবস্থাপনা কমিটি এবং পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ বরাবর করতে পারবে।